একা প্রজ্ঞা নন, নাথুরাম বন্দনায় মুখর আরও এক বিজেপি নেত্রী

461

মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘রাষ্ট্রবাদী’ নেতা বললেন মউ-এর বিজেপি বিধায়ক ঊষা ঠাকুর। ঊষার এই মন্তব্য সম্পর্কে জ্ঞাত নন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র দীপক বিজয়বর্গীয়। এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।

একা প্রজ্ঞা নন, নাথুরাম বন্দনায় মুখর আরও এক বিজেপি নেত্রী

ঊষা ঠাকুরহাইলাইটস

  • ঊষা ঠাকুরের দাবি, দেশের স্বার্থেই আত্মত্যাগে ব্রতী হয়েছিলেন গডসে।
  • কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় ফের প্রমাণিত হল যে বিজেপির মুখে রামনাম হলেও মনে ও কাজে নাথুরাম।
  • ঊষা ঠাকুর অবশ্য এর আগেও বেফাঁস মন্তব্যের জেরে বেশ কয়েক বার বিতর্কে জড়িয়েছেন।

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রজ্ঞা সিং ঠাকুরের দোসর পাওয়া গেল বিজেপিতেই। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে এবার ‘রাষ্ট্রবাদী’ নেতা বলে সম্বোধন করলেন মধ্যপ্রদেশের মউ কেন্দ্রের বিধায়ক ঊষা ঠাকুর। তাঁর দাবি, দেশের স্বার্থেই আত্মত্যাগে ব্রতী হয়েছিলেন গডসে।

বুধবার ইন্দোরে সাংবাদিক বৈঠকে ঊষা ঠাকুর বলেন, ‘গডসে একজন রাষ্ট্রবাদী ছিলেন। তিনি জীবনভর দেশের জন্য চিন্তা করেছেন। সেই সময় যা পরিস্থিতি দাঁড়িয়েছিল, তার জেরে কী কারণে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তা তিনিই জানতেন।’

ঊষার এই মন্তব্য সম্পর্কে জ্ঞাত নন বলে বিজেপির রাজ্য মুখপাত্র দীপক বিজয়বর্গীয় বলেন, ‘ঠাকুর এমন মন্তব্য করেছেন বলে আমাদের কাছে খবর নেই। আমরা এই বিষয়ে তথ্য সংগ্রহ করব।’

আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদী নয়, গডসে ছিলেন দেশপ্রেমী’! দাবি সাধ্বী প্রজ্ঞার

Источник