সীমান্তরেখায় সন্ত্রাসবাদীদের ১৬ ঘাঁটি! চাঞ্চল্যকর গোয়ন্দা রিপোর্ট

335

পাক সেনা এবং আইএসআইয়ের তত্ত্বাবধানে গত কয়েক মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ১৬টি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ গড়ে উঠেছে। পরিস্থিতির উপরে ভারতীয় সেনা নজর রাখছে। পুলওয়ামা হামলার পরে কাশ্মীর উপত্যকায় বড় থাকা খেয়েছে জইশ-ই-মহম্মদ।

সীমান্তরেখায় সন্ত্রাসবাদীদের ১৬ ঘাঁটি! চাঞ্চল্যকর গোয়ন্দা রিপোর্ট

সীমান্তরেখায় সন্ত্রাসবাদীদের ১৬ ঘাঁটি! চাঞ্চল্যকর গোয়ন্দা রিপোর্টহাইলাইটস

  • পাক সেনা এবং আইএসআইয়ের তত্ত্বাবধানে গত কয়েক মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ১৬টি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ গড়ে উঠেছে।
  • পরিস্থিতির উপরে ভারতীয় সেনা নজর রাখছে।
  • পুলওয়ামা হামলার পরে কাশ্মীর উপত্যকায় বড় থাকা খেয়েছে জইশ-ই-মহম্মদ।

এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে অশান্তি ছড়াতে ফের সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। পাক সেনা এবং আইএসআইয়ের তত্ত্বাবধানে গত কয়েক মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ১৬টি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ গড়ে উঠেছে। গোপন সূত্রে এমনই তথ্য জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা।

পুলওয়ামা হামলার পরে কাশ্মীর উপত্যকায় বড় থাকা খেয়েছে জইশ-ই-মহম্মদ। স্থানীয় যুব সম্প্রদায় সন্ত্রাসবাদী সংগঠনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে এক পর এক সন্ত্রাসবাদী ও তাদের নেতার মৃত্যু হয়েছে। আর গোটা বিষয়টি উপত্যকায় সন্ত্রাসবাদীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে সেনা সূত্রে খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর এক কর্তা জানিয়েছেন, ‘গত কয়েক মাসে সেখানে একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে। এমন অন্তত ১৬টি শিবিরের কথা গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি। অনুপ্রবেশের মরশুমের কথা মাথায় রেখে এ ধরনের আরও ক্যাম্প তৈরির প্রক্রিয়া চলছে।’ পাক সেনা এবং আইএসআইয়ের এই কার্যকলাপের ওপরে ভারতীয় সেনা নজর রাখছে এবং তাদের যে কোনও অভিসন্ধি ব্যর্থ করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আধিকারিকরা।

 Web Title 16 terrorist camps active in poc

(বাংলা খবর from Eisamay , TIL Network)

আরও পড়ুন:পাক অধিকৃত কাশ্মীর|জঙ্গি শিবির|Terrorist Camp|terrorist|PoK|LoCGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.

Источник