সংঘর্ষের পরে ধরা পড়ল স্মৃতি ঘনিষ্ঠ সুরেন্দ্র সিং হত্যায় মূল অভিযুক্ত

413

সংঘর্ষে পায়ে গুলি বিঁধে জখম হয়েছে ওয়াসিম। তাকে জামো সিএইচ সি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। হাসপাতাল ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

সংঘর্ষের পরে ধরা পড়ল স্মৃতি ঘনিষ্ঠ সুরেন্দ্র সিং হত্যায় মূল অভিযুক্ত

স্মৃতি ইরানির ঘনিষ্ঠ বিজেপি নেতা সুরেন্দ্র সিং হত্যা মামলায় গ্রেফতার হল মূল অভি…হাইলাইটস

  • কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ঘনিষ্ঠ বিজেপি নেতা সুরেন্দ্র সিং হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল অভিযুক্ত ওয়াসিম।
  • শুক্রবার সকালে জামো থানা অঞ্চলে সংঘর্ষের পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
  • পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত সংঘাতের জেরেই খুন হন সুরেন্দ্র সিং।

এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ঘনিষ্ঠ বিজেপি নেতা সুরেন্দ্র সিং হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল অভিযুক্ত ওয়াসিম। শুক্রবার সকালে জামো থানা অঞ্চলে সংঘর্ষের পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গুলির লড়াইয়ের পরে ধরা পড়ে ওয়াসিম। সংঘর্ষে সে পায়ে গুলি বিঁধে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাকে জামো সিএইচ সি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। ওয়াসিমকে পাহারা দিতে হাসপাতাল ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: অমেঠীতে বিজেপি নেতার খুনিদের মৃত্যুদণ্ড চান স্মৃতি ইরানি

এদিন সহকারী পুলিশ সুপার দয়া রাম জানিয়েছেন, ‘সুরেন্দ্র সিং হত্যা মামলায় অভিযুক্ত পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চার জনকে জেলে পাঠানো হয়েছে।’

Источник