এখনও দিল্লির পছন্দ কেজরিওয়াল? বিধায়কের সমীক্ষায় অস্বস্তিতে BJP!

422

লোকসভায় ধাক্কা খেলেও বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের বিকল্প BJP বা কংগ্রেসের কাছে নেই বলে মনে করে আম আদমি পার্টি।

এখনও দিল্লির পছন্দ কেজরিওয়াল? বিধায়কের সমীক্ষায় অস্বস্তিতে BJP!

অরবিন্দ কেজরিওয়াল। (ফাইল ফটো)এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির সাতটি লোকসভা আসনেই গো-হারা হারতে হয়েছে। ভোট প্রাপ্তির নিরিখে তৃতীয় স্থানে নেমে গিয়েছে আম আদমি পার্টি। মুসলিম সমাজের ভোটও গেছে কংগ্রেসের ঝুলিতে। এমন অবস্থায় কেজরিওয়ালের জনভিত্তি নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা শুরু করেছিলেন BJP বিধায়ক।

অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে টুইটারে প্রশ্ন করেছিলেন দিল্লির রাজৌরি গার্ডেনের বিধায়ক মঞ্জিনদর এস সিরসা। যেখানে তাঁর প্রশ্ন ছিল ‘দুনিয়ার জানা প্রয়োজন, অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে দিল্লির মনে কী রয়েছে?’ অপশন হিসেবে ছিল, ‘দিল্লির হৃদয়ে রয়েছেন কেজরিওয়াল’ এবং ‘দিল্লিকে লুটছেন কেজরিওয়াল’।

তবে গেরুয়া শিবিরের এই নেতাকে চমকে ৭০% ভোট গেছে ‘দিল্লির হৃদয়ে কেজরিওয়াল’ অপশনে। লোকসভা নির্বাচনের ফলাফলে বিধ্বস্ত AAP শিবিরের কাছে যা নিঃসন্দেহে স্বস্তির খবর। ততটাই অস্বস্তির কারণ BJP বিধায়ক সিরসার জন্য।

লোকসভায় ধাক্কা খেলেও বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের বিকল্প BJP বা কংগ্রেসের কাছে নেই বলে মনে করে আম আদমি পার্টি। তাই কেজরিওয়ালের নামে দিল্লিবাসী ঝাড়ু চিহ্নে ভোট দেবে বলেই আশা করছেন AAP নেতারা।

 Web Title bjp mla conducts poll on delhi cm arvind kejriwals popularity

(বাংলা খবর from Eisamay , TIL Network)

আরও পড়ুন:দিল্লির খবর|অরবিন্দ কেজরিওয়াল|delhi news|Delhi assembly elections|Arvind Kejriwal|AAPGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.

Источник