শনিবার থেকেই শুরু মোদীর বিদেশ সফর, যাচ্ছেন মলদ্বীপ-শ্রীলঙ্কা

477

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, মলদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম মহম্মদ সোলিহর আমন্ত্রণ রক্ষা করতেই মোদী প্রথম যাচ্ছেন সেদেশে। ইব্রাহিম মহম্মদ সোলিহরের সঙ্গে মোদীর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। এমনকী দ্বিতীয়বার ক্ষমতায় আসছেন মোদী, এমনটা বুঝতে পেরে ইব্রাহিম মহম্মদই প্রথম মোদীকে শুভেচ্ছা জানান। গত বছর ইব্রাহিমের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

শনিবার থেকেই শুরু মোদীর বিদেশ সফর, যাচ্ছেন মলদ্বীপ-শ্রীলঙ্কা

শুরু হচ্ছে মোদীর বিদেশ সফরহাইলাইটস

  • শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর।
  • আগামী শনিবার শনিবার দু’‌দিনের সফরে মলদ্বীপ যাবেন তিনি।
  • সেখান থেকে ফিরে এসেই ৯ জুন শ্রীলঙ্কা সফরে যাবেন মোদী।

এই সময় ডিজিটাল ডেস্ক: শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর। আগামী শনিবার শনিবার দু’‌দিনের সফরে মলদ্বীপ যাবেন তিনি। সেখান থেকে ফিরে এসেই ৯ জুন শ্রীলঙ্কা সফরে যাবেন মোদী।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, মলদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম মহম্মদ সোলিহর আমন্ত্রণ রক্ষা করতেই মোদী প্রথম যাচ্ছেন সেদেশে। ইব্রাহিম মহম্মদ সোলিহরের সঙ্গে মোদীর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। এমনকী দ্বিতীয়বার ক্ষমতায় আসছেন মোদী, এমনটা বুঝতে পেরে ইব্রাহিম মহম্মদই প্রথম মোদীকে শুভেচ্ছা জানান। গত বছর ইব্রাহিমের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

এরপরই শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি। দিন কয়েক আগেই শ্রীলঙ্কায় ভয়ঙ্কর নাশকতা ঘটিয়েছে আইসিস। সেই হামলার কড়া নিন্দাও করেছে ভারত। শ্রীলঙ্কায় নাশকতা চালানোর জন্য ভারতের ভূমি ব্যবহার করা হয়েছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

 Web Title narendra modistarts his foreign tour from maldives

(বাংলা খবর from Eisamay , TIL Network)

আরও পড়ুন:নরেন্দ্র মোদী|sri lanka|Narendra Modi|maldives|foreign tourGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.

Источник