‘গত দুই বছর স্মার্টফোন ছুঁয়ে দেখিনি’: NEET-এ প্রথম নলিন

411

না তার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনও যোগাযোগ ছিল। না ছিল কোনও স্মার্টফোন। মুখগুজে যে সারাদিন সে বই পড়ত, এমনটাও নয়। দিনে ৭-৮ ঘণ্টা নিজে পড়াশোনা করেই NEET পরীক্ষায় প্রথম হতে পেরেছে নলিন খান্ডেলওয়াল। তাঁর প্রাপ্ত নম্বর ৭০১। শতাংশ হিসেবে যা দাঁড়ায় ৯৯.৯৯৯৯২৯১।

'গত দুই বছর স্মার্টফোন ছুঁয়ে দেখিনি': NEET-এ প্রথম নলিন

‘গত দুই বছর স্মার্টফোন ছুঁয়ে দেখিনি’: NEET-এ প্রথম নলিনহাইলাইটস

  • না তার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনও যোগাযোগ ছিল। না ছিল কোনও স্মার্টফোন। মুখগুজে যে সারাদিন সে বই পড়ত, এমনটাও নয়।
  • দিনে ৭-৮ ঘণ্টা নিজে পড়াশোনা করেই NEET পরীক্ষায় প্রথম হতে পেরেছে নলিন খান্ডেলওয়াল।
  • তাঁর প্রাপ্ত নম্বর ৭০১। শতাংশ হিসেবে যা দাঁড়ায় ৯৯.৯৯৯৯২৯১।

এই সময় ডিজিটাল ডেস্ক: না তার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনও যোগাযোগ ছিল। না ছিল কোনও স্মার্টফোন। মুখগুজে যে সারাদিন সে বই পড়ত, এমনটাও নয়। দিনে ৭-৮ ঘণ্টা নিজে পড়াশোনা করেই NEET পরীক্ষায় প্রথম হতে পেরেছে নলিন খান্ডেলওয়াল।

গত বুধবারই সামনে এসেছে National Eligibility cum Entrance Test বা NEET পরীক্ষার ফলাফল। আর সেই পরীক্ষায় বাজিমাত করে দিয়েছে নলিন। তাঁর প্রাপ্ত নম্বর ৭০১। শতাংশ হিসেবে যা দাঁড়ায় ৯৯.৯৯৯৯২৯১।

কিন্তু এমনতর সাফল্যের চাবিকাঠি কী?

১৭ বছরের নলিনের কথায়, “আমি রোজ ৭-৮ ঘণ্টা পড়াশোনা করতাম। মনে কোনও ধন্দ্ব থাকলে তা সব সময়েই শিক্ষকদের কাছে ঠিক করে নিতাম। শেষ দুই বছরে কোনও স্মার্টফোন ছিল না। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিলাম না।”

Источник