মুম্বইয়ের এই ‘বৃহন্নলা’ অটোচালকের নাম মঞ্জু, আসলে তিনি ‘হৃদয়হরণ’!

435

মুম্বই নিবাসী এক মহিলা পুনম খিনচি উঠেছিলেন মঞ্জুর অটোয়। মঞ্জুর বাঁ-হাতে সুন্দর ফাইল করা নখে গোলাপি রঙের পোচ দেখে প্রথমে একটু অবাকই হয়েছিলেন। তাঁকে জিগ্গেস করতেই মঞ্জু জানিয়েছিলেন তিনি কিন্নর।

মুম্বইয়ের এই 'বৃহন্নলা' অটোচালকের নাম মঞ্জু, আসলে তিনি 'হৃদয়হরণ'!

মুম্বইয়ের এই ‘বৃহন্নলা’ অটোচালকের নাম মঞ্জু, আসলে তিনি ‘হৃদয়হরণ’!হাইলাইটস

  • অটো, ট্যাক্সি, রিক্সাওয়ালার থেকে মুখের উপর না শুনতে আমরা সকলেই কম-বেশি অভ্যস্ত।
  • অনেকেই আবার যাত্রীর সঙ্গে ওই সফরের সময়টুকু দারুণ খোশগল্প জমিয়ে তোলেন।
  • মুম্বইয়ে এমনই এক অটোচালকের খোঁজ মিলেছে। নাম মঞ্জু।

এই সময় ডিজিটাল ডেস্ক: অটো, ট্যাক্সি, রিক্সাওয়ালার থেকে মুখের উপর না শুনতে আমরা সকলেই কম-বেশি অভ্যস্ত। তবে সবাই এক রকম হন না। অনেকেই আবার যাত্রীর সঙ্গে ওই সফরের সময়টুকু দারুণ খোশগল্প জমিয়ে তোলেন। মুম্বইয়ে এমনই এক অটোচালকের খোঁজ মিলেছে। নাম মঞ্জু। তিনি একজন বৃহন্নলা। তবে নিজের যৌন পছন্দ নিয়ে অত্যন্ত উদার মানসিকতার মানুষ তিনি।

সোশ্যাল মিডিয়ায় মঞ্জুর গল্প শেয়ার হতেই সেটি মন জয় করেছে অসংখ্য নেটিজেনের। এবং অনেকেরই অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি।

মুম্বই নিবাসী এক মহিলা পুনম খিনচি উঠেছিলেন মঞ্জুর অটোয়। মঞ্জুর বাঁ-হাতে সুন্দর ফাইল করা নখে গোলাপি রঙের পোচ দেখে প্রথমে একটু অবাকই হয়েছিলেন। তাঁকে জিগ্গেস করতেই মঞ্জু জানিয়েছিলেন তিনি কিন্নর। আর নেলপলিশ পরার কারণে বলেছিলেন পুরোটাই ঈদের প্রস্তুতি।

ওই সফর শেষ হওয়ার মধ্যেই মঞ্জুর জীবনের গল্প জানতে পেরেছিলেন পুনম। সেটিই পরে ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি।

Источник