সম্মান দেখতে কেনও উঠে দাঁড়ায়নি, দোকানদারকে বেদম পিটল বিজেপি নেত্রী ভাই

949

উঠে দাঁড়িয়ে স্বাগত জানাননি দোকানদার। আর তাতেই বেজায় চটে দোকানিকে পেটাল বিহারের বিজেপি নেত্রী রেনু দেবীর ভাই পিনু। এমনই ঘটনার ছবি উঠল দোকানে লাগানো CCTV ক্যামেরায়।

সম্মান দেখতে কেনও উঠে দাঁড়ায়নি, দোকানদারকে বেদম পিটল বিজেপি নেত্রী ভাই

সম্মান দেখতে কেনও উঠে দাঁড়ায়নি, দোকানদারকে বেদম পিটল বিজেপি নেত্রী ভাইএই সময় ডিজিটাল ডেস্ক: ওষুধের দোকানে এসেছে বিহারের বিজেপি-র নেত্রী তথা প্রাক্তন মন্ত্রীর ভাই। কিন্তু তাঁকে উঠে দাঁড়িয়ে স্বাগত জানাননি দোকানদার। আর তাতেই বেজায় চটে দোকানিকে পেটাল বিহারের বিজেপি নেত্রী রেনু দেবীর ভাই পিনু। এমনই ঘটনার ছবি উঠল দোকানে লাগানো CCTV ক্যামেরায়।

গত ৩ জুন সোমবার রাত ৯টা ১৮ মিনিট নাগাদ বিহারের বেতিয়া শহরের একটি ওষুধের দোকানে যায় বিজেপির জাতীয় সহ-সভাপতি রেনু দেবীর ভাই পিনু। আর সেই সময়ে দোকানের এক কর্মচারী তাঁকে উঠে দাঁড়িয়ে স্বগত না জানানোয় বেজায় চটে যায় অভিযুক্ত। সঙ্গে সঙ্গে পিনু ওই কর্মীকে মারধর শুরু করে বলে অভিযোগ। মারতে মারতে তার শরীরে কালসিটে ফেলেদেয় অভিযুক্ত বিজেপি নেতার ভাই বলে দোকানের ওই কর্মচারীর অভিযোগ। তারপর তাকে টানতে টানতে দোকানের বাইরে নিয়ে আসে পিনু। দোকানের মালিককেও ছেড়ে কথা বলেনি সে। দেয় দোকান বন্ধ করে দেওয়ার হুমকি।

এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন দোকান মালিক ও ওই আক্রান্ত কর্মী। যদিও ঘটনার পর থেকেই পলাতক বিজেপি নেত্রীর ভাই। যদিও বিজেপি নেত্রী তাঁর ভাইয়ের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন পুলিশকে। একইসঙ্গে পিনুর বিরুদ্ধে যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয় তাও জানিয়েছেন বিহারের এই প্রাক্তন মন্ত্রী।

 Web Title in a shocking high handedness captured on camera a senior bjp leaders brother was seen thrashing a shopkeeper for allegedly not standing up to welcome him in bettiah city of bihar

(বাংলা খবর from Eisamay , TIL Network)

আরও পড়ুন:welcome|thrashing a shopkeeper|high-handedness captured|CCTV|camera|brother|BJP|Bihar|bettiah cityGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.

Источник