নোংরা করে রাস্তা, পথকুকুরকে পিটিয়ে মারল ‘সভ্য’ মানুষ!

423

রাস্তা নোংরা করে পথকুকুর। তাই সাজা দিতে হবে। সেই সাজা দিতে গিয়ে পিটিয়ে পিটিয়ে কুকুরটাকে মেরেই ফেলল এক ‘মানুষ’। কাতরাতে-কাতরাতে ঘটনাস্থলেই মৃত্যু হল কুকুরটির। আর সামনে থাকা সঙ্গী কুকুর চিৎকার করতে করতে পরিজন বিয়োগের ব্যথায় কাহিল হয়ে পড়ল।

নোংরা করে রাস্তা, পথকুকুরকে পিটিয়ে মারল 'সভ্য' মানুষ!

পথকুকুরকে হত্যাহাইলাইটস

  • মানুষই একমাত্র এমনটা পারে।
  • কারণ প্রাণী জগতের বাকিদের মধ্যে এই নৃশংসতা থাকতে পারে না, হ্যাঁ পারে না।
  • এমন নজির কলকাতা দেখে ফেলেছে, এবারও দিল্লিও দেখে ফেলল।

এই সময় ডিজিটাল ডেস্ক: মানুষই একমাত্র এমনটা পারে। কারণ প্রাণী জগতের বাকিদের মধ্যে এই নৃশংসতা থাকতে পারে না, হ্যাঁ পারে না। এমন নজির কলকাতা দেখে ফেলেছে, এবারও দিল্লিও দেখে ফেলল।

রাস্তা নোংরা করে পথকুকুর। তাই সাজা দিতে হবে। সেই সাজা দিতে গিয়ে পিটিয়ে পিটিয়ে কুকুরটাকে মেরেই ফেলল এক ‘মানুষ’। কাতরাতে-কাতরাতে ঘটনাস্থলেই মৃত্যু হল কুকুরটির। আর সামনে থাকা সঙ্গী কুকুর চিৎকার করতে করতে পরিজন বিয়োগের ব্যথায় কাহিল হয়ে পড়ল।

নোংরা করে রাস্তা, পথকুকুরকে পিটিয়ে মারল 'সভ্য' মানুষ!

নৃশংস ভাবে কুকুরটিকে পিটিয়ে মারলেন এই যুবক! ধরা পড়ল ক্যামেরায়

নোংরা করে রাস্তা, পথকুকুরকে পিটিয়ে মারল 'সভ্য' মানুষ!

X

কিন্তু ‘মানুষের’ কি আর সেই বোধজ্ঞান আছে? সে ওই কাণ্ড ঘটিয়েও বহাল তবিয়তেই ঘুরে বেড়াল। হয়ত আরেকটা ওরকমই ‘বীরত্বের’ কাজের অপেক্ষায়।

Источник