নন্দাদেবী অভিযানে গিয়ে নিখোঁজ ৭ বিদেশি-সহ ৮ অভিযাত্রী, শুরু তল্লাশি

531

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারী থেকে শুরু হয় নন্দাদেবী অভিযান। গত ১৩ মে ৭,৪৩৪ মিটার উচ্চ নন্দাদেবী আরোহণের উদ্দেশ্যে বেরোয় অভিযাত্রীদের দলটি।

নন্দাদেবী অভিযানে গিয়ে নিখোঁজ ৭ বিদেশি-সহ ৮ অভিযাত্রী, শুরু তল্লাশি

নন্দাদেবীহাইলাইটস

  • শুক্রবারই বেস ক্যাম্পে ফিরে আসার কথা ছিল অভিযাত্রী দলটির।
  • তাঁরা না ফেরায় প্রশাসনের কাছে জানানো হয়।

এই সময় ডিজিটাল ডেস্ক: খোঁজ পাওয়া যাচ্ছে না আট সদস্যের একটি পর্বতারোহী দলের। এই আটজনের মধ্যে সাতজনই বিদেশি। নন্দাদেবী অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে যায় অভিযাত্রী দলটি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন।

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারী থেকে শুরু হয় নন্দাদেবী অভিযান। গত ১৩ মে ৭,৪৩৪ মিটার উচ্চ নন্দাদেবী আরোহণের উদ্দেশ্যে বেরোয় অভিযাত্রীদের দলটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর এক অফিসার ছাড়াও এই দলে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নাগরিক আছেন।

শুক্রবারই বেস ক্যাম্পে ফিরে আসার কথা ছিল অভিযাত্রী দলটির। তাঁরা না ফেরায় প্রশাসনের কাছে জানানো হয়। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।

 Web Title search ops begin as foreign climbers go missing on way to nanda devi peak

(বাংলা খবর from Eisamay , TIL Network)

আরও পড়ুন:বিদেশি পর্বতারোহী|নন্দাদেবী অভিযান|Nanda Devi peak|missing climbers|foreign climbersGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.

Источник