জলের দাবিতে বিধায়কের অফিসের বাইরে আরও কয়েকজনের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই মহিলা। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সমর্থক বলে জানা গিয়েছে। সেই সময় নিজের অফিস থেকে বেরিয়ে এসে ওই মহিলাকে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন বলরাম।
X
আলোচিত ভিডিও
‘প্রধানমন্ত্রী চায়ের দোকান…
বহু লোকের সামনে দুই বোনকে …
নরেন্দ্র মোদীর ৩০০ আসনের দ…
VDO: ওডিশায় আছড়ে পড়ল ফণী…
হাইলাইটস
- তিনি বলেন যে রাগের মাথায় তিনি এই কাজ করে ফেলেছেন। যাকে তিনি লাথি মেরেছেন তিনি যে একজন মহিলা, সেটাই নাকি প্রথমে খেয়াল করেননি বলরাম।
- ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সদস্যরা তাঁর ওপর হামলা চালাতে আসে বলে অভিযোগ করেছেন তিনি।
এই সময় ডিজিটাল ডেস্ক: গুজরাতে জঘন্য কাণ্ড ঘটালেন এক বিজেপি নেতা। গুজরাতের নরোদায় নিজের অফিসের বাইরে এক মহিলাকে রাস্তায় ফেলে লাথি মারলেন বিজেপি বিধায়ক বলরাম থাওয়ানি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। চাপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন বলরাম থাওয়ানি।
জলের দাবিতে বিধায়কের অফিসের বাইরে আরও কয়েকজনের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই মহিলা। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সমর্থক বলে জানা গিয়েছে। সেই সময় নিজের অফিস থেকে বেরিয়ে এসে ওই মহিলাকে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন বলরাম। তাঁর এই কাজ প্রবল সমালোচিত হলে সোমবার ক্ষমা চান তিনি। তাঁর আগে অবশ্য নিজেকে আড়াল করার চেষ্টাও করেন বলরাম।
ঘৃণিত অপরাধ
তিনি বলেন যে রাগের মাথায় তিনি এই কাজ করে ফেলেছেন। যাকে তিনি লাথি মেরেছেন তিনি যে একজন মহিলা, সেটাই নাকি প্রথমে খেয়াল করেননি বলরাম। আবার আগেভাগে নিজেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বলরাম। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সদস্যরা তাঁর ওপর হামলা চালাতে আসে বলে অভিযোগ করেছেন তিনি।
বলরাম থাওয়ানি
In Videos: মহিলাকে রাস্তায় ফেলে লাথি বিজেপি বিধায়কের Web Title bjp mla from gujarat thrashes woman after she protests over water scarcity forced to apologise later
(বাংলা খবর from Eisamay , TIL Network)
আরও পড়ুন:মহিলাকে লাথি|বিজেপি বিধায়ক|kicking woman|Gujrat|bjp mlaGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.