মিলল নিখোঁজ বায়ুসেনা বিমানের ধ্বংসাবশেষ, সকলের মৃত্যুর আশঙ্কা!

448

অবশেষে তার খোঁজ পাওয়া গেল। অরুণাচলে খোঁজ পাওয়া গিয়েছে বায়ুসেনার ওই বিমানের। তবে আস্ত বিমান নয়, খোঁজ মিলেছে ধ্বংসাবশেষের। বিমানে থাকা যাত্রীদের কোনও খবর মেলেনি। তবে আশঙ্কা করা হচ্ছে, যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

মিলল নিখোঁজ বায়ুসেনা বিমানের ধ্বংসাবশেষ, সকলের মৃত্যুর আশঙ্কা!

খোঁজ মিলল বিমানের (ফাইল ছবি)হাইলাইটস

  • অসমের জোরহাট থেকে গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকা।
  • কিন্তু দুপুর ১২.২৪ নাগাদ নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ বিমানটি।
  • অবশেষে তার খোঁজ পাওয়া গেল। অরুণাচলে খোঁজ পাওয়া গিয়েছে বায়ুসেনার ওই বিমানের।

এই সময় ডিজিটাল ডেস্ক: অসমের জোরহাট থেকে গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকা। কিন্তু দুপুর ১২.২৪ নাগাদ নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ বিমানটি।

অবশেষে তার খোঁজ পাওয়া গেল। অরুণাচলে খোঁজ পাওয়া গিয়েছে বায়ুসেনার ওই বিমানের। তবে আস্ত বিমান নয়, খোঁজ মিলেছে ধ্বংসাবশেষের। বিমানে থাকা যাত্রীদের কোনও খবর মেলেনি। তবে আশঙ্কা করা হচ্ছে, যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

উল্লেখ্য, বিমানটিতে আটজন ক্রু ও পাঁচ জন যাত্রী ছিলেন। দুপুর একটার সময় শেষবারের মতো যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে৷ তারপর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছিল না বিমানের পাইলটের সঙ্গে।

নিখোঁজ বিমানের সন্ধান পেতে সুখোই ৩০ ও সি-১৩০ বিমানকে পাঠানো হয়েছিল বায়ুসেনার তরফে৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বায়ুসেনা বিমানটির ধ্বংসাবশেষ অরুণাচল প্রদেশের পায়ুম গ্রামে খুঁজে পাওয়া গিয়েছে৷

Источник