মিছিলে চার কিশোরীকে এয়ার রাইফেল চালাতে দেখা গিয়েছে। অন্য পাঁচজনের হাতে দেখা গিয়েছে তরোয়াল। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ২০০ জনেরও বেশি VHP কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।
FIR-এর মুখে।হাইলাইটস
- মিছিলে রাইফেল প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগে প্রায় ২০০ জন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হল।
- পুনের নিগড়ি এলাকায় একটি মিছিলে রাইফেল চালানোর পাশাপাশি তরোলায় হাতেও দেখা গিয়েছিল VHP সমর্থকদের।
এই সময় ডিজিটাল ডেস্ক: মিছিলে রাইফেল প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগে প্রায় ২০০ জন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হল। পুনের নিগড়ি এলাকায় একটি মিছিলে রাইফেল চালানোর পাশাপাশি তরোলায় হাতেও দেখা গিয়েছিল VHP সমর্থকদের।
রবিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই মিছিল। সেখানেই চার কিশোরীকে এয়ার রাইফেল চালাতে দেখা গিয়েছে। অন্য পাঁচজনের হাতে দেখা গিয়েছে তরোয়াল। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ২০০ জনেরও বেশি VHP কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
Web Title pune fir against 200 vhp workers for firing showcasing air rifles at a rally
(বাংলা খবর from Eisamay , TIL Network)
আরও পড়ুন:মিছিলে রাইফেল|ভিএইচপি কর্মী|Pune|fir|air rifles at rally|200 vhp workersGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.