পুঞ্চে ইফতার পার্টির আয়োজন করলেন সেনা-জওয়ানরা

368

ভারতীয় সেনা-জওয়ানদের আয়োজিত ইফতার পার্টিতে যে এত মানুষ উপস্থিত হবেন, তা কল্পনা করতে পারেনি সেনা-জওয়ানরা। বিকেলে সেহরি খেয়ে রোজা ভেঙে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন অনেকেই।

পুঞ্চে ইফতার পার্টির আয়োজন করলেন সেনা-জওয়ানরা

পুঞ্চে ইফতার পার্টির আয়োজন করলেন সেনা-জওয়ানরাএই সময় ডিজিটাল ডেস্ক: রমজানে মাসে ইফতারের আয়োজন করলেন ভারতীয় সেনারা। বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন অসংখ্য় মানুষ।

সীমান্তে আয়োজিত ইফতার পার্টিতে যে এত মানুষ উপস্থিত হবেন, তা কল্পনা করতে পারেনি সেনা-জওয়ানরা। বিকেলে সেহরি খেয়ে রোজা ভেঙে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন অনেকেই। কাশ্মীরের মানুষের এভাবে মন জয় করতে পেরে উচ্ছ্বসিত জওয়ানরা।

 Web Title indian army organises iftar party in jks poonch district

(বাংলা খবর from Eisamay , TIL Network)

আরও পড়ুন:ইফতার পার্টি|Poonch district|jammu n kashmir|Indian Army|Iftar partyGet India news, latest bangla news headlines from all over India. Stay updated with us to get latest India news in Bengali.

Источник