ভাইরাল ছবিতে লুকিয়ে ৪০টি আইকনিক বিজ্ঞাপন! আপনি কটা খুঁজে পেলেন?

430

জিমেল্ট নামক একটি অনুষ্ঠানের জন্য ছবিটি আঁকা হয়। ছবিটি নিয়ে নেটিজেনরা কেউ শিল্পীর দক্ষতায় মুগ্ধ, কেউ আবার কোন কোন বিজ্ঞাপন এখানে লুকিয়ে সেটাই খোঁজার কাজে ব্যস্ত। দেখুন আপনি এখান থেকে কটা বিজ্ঞাপন খুঁজে বের করতে পারেন!

ভাইরাল ছবিতে লুকিয়ে ৪০টি আইকনিক বিজ্ঞাপন! আপনি কটা খুঁজে পেলেন?

লুকিয়ে ৪০টি বিজ্ঞাপনএই সময় ডিজিটাল ডেস্ক: ‘৮০ ও ‘৯০-এর দশকে যাঁরা বড় হয়েছে, তাঁদের স্মৃতির সরণীতে উলটো পথে হাঁটলে মনে পড়বেই কয়েকটা বিজ্ঞাপনের কথা। আমুল-কন্যা থেকে ধারার ‘জলেবি’ বিজ্ঞাপন- কেমন নস্টালজিক করে তোলে, তাই না? এই মন কেমন করা নস্টালজিয়াই ধরা পড়ল এক ফ্রেমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতেই লুকিয়ে ভারতের আইকনিক ৪০টি বিজ্ঞাপন। এই ছবির ভেতর থেকে লুকনো বিজ্ঞাপনগুলোকে খুঁজে বের করার খেলাতেই এখন মজেছে নেট দুনিয়া।

জিমেল্ট নামক একটি অনুষ্ঠানের জন্য ছবিটি আঁকা হয়। ছবিটি নিয়ে নেটিজেনরা কেউ শিল্পীর দক্ষতায় মুগ্ধ, কেউ আবার কোন কোন বিজ্ঞাপন এখানে লুকিয়ে সেটাই খোঁজার কাজে ব্যস্ত। দেখুন আপনি এখান থেকে কটা বিজ্ঞাপন খুঁজে বের করতে পারেন!

Источник